সিডি রাইট করুন, সফটওয়্যার ছাড়া
অাস সালামু অালাইকুম। শুভেচ্ছা সবাইকে...
আসুন এবার দেখি সিডি রাইট করার নতুন পদ্ধতি। আমরা সিডি রাইট করার জন্য
নানান ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়াই যদি
সিডি রাইট করা যায় তাহলে কেমন হয়? চলুন দেখি কিভােব সফটওয়্যার ছাড়া সিডি
রাইট করা যায়।প্রথমে আপনি যে ফাইল গুলো রাইট করবেন সেগুলোর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে সিডি ডিভিডিতে ক্লিক করুন। এখন টাস্কবারে নোটিফিকেশন দেখাবে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করলে সিডি ডিভিডি ড্রাইভ ওপেন হবে। ওইখানে রাইট দেচ ফাইল টু সিডিতে ক্লিক করুন। এরপর সিডি রাইটিং ওইজার্ড আসবে। তারপর সিডির নাম লিখে দিয়ে নেক্সট-এ ক্লিক করুন। দেখবেন আপনার সিডি রাইট হচ্ছে।
বিঃদ্রঃ ভিস্তায় রাইট করা যায় না।
ধন্যবাদ
No comments