Header Ads

জিপি বন্ধ সিম চালু করলে ফ্রি ফেসবুক এবং 75MB ইন্টারনেট প্যাক এর সাথে 2GB ফ্রি।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনার মন যদি খারাপ হয়ে থাকে তাহলে আমার এই টিউনটি পড়ার পর আপনার মন কিছুটা হলে-ও ভালো হতে পারে। যাই হোক,কাজের কথায় আসি। আজ আমি জিপি বন্ধ সিমের একটি অফার সম্পর্কে আলোচনা করব।২২শে মার্চ, ২০১৫ বা তার পূর্ব হতে আপনার অব্যবহৃত প্রিপেইড সংযোগে ২৯ টাকা রিচার্জ করে ফিরে এসে উপভোগ করুন ফ্রি ফেসবুক এবং ৭৫ এমবি থ্রিজি স্টার্টার প্যাক ক্রয়ে ২জিবি ইন্টারনেট ফ্রি।

শর্তাবলী:

  • অফারটি ৭ই মে, ২০১৫ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • ২২শে মার্চ ২০১৫ বা তার পূর্ব হতে অব্যবহৃত সকল প্রিপেইড সংযোগে (ইআরএস ও বিপিও সিম ব্যতীত) অফারটি প্রযোজ্য
  • অফারটির জন্য প্রযোজ্য কিনা জানতে গ্রাহককে “May 017XXXXXXX” লিখে (মোবাইল নম্বর) এসএমএস করতে হবে ৯৯৯৯ নম্বরে
  • শুরু থেকে ৩১শে ডিসেম্বর ২০১২ পর্যন্ত প্রিপেড সংযোগটি অব্যবহৃত রেখেছেন তারা এই অফারটির আওতার বাইরে থাকবেন
  • অফারটি চলাকালীন ২৯ টাকা রিচার্জে পাবেন ফ্রি ফেসবুক (সর্বোচ্চ ৩০ দিন ফ্রি ফেসবুক চালু হবার দিন হতে)। ২৯ টাকা বার বার রিচার্জ করে মেয়াদ বাড়ানো যাবে, তবে প্রতিদিন একবার ২৯ টাকা রিচার্জে এই গণনা করা হবে (২জিবি ফ্রি ইন্টারনেট এর জন্য একই শর্ত প্রযোজ্য)
  • রিচার্জের দিন হতে ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি ফেসবুক পাওয়া যাবে
  • স্মার্টফোনে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, কমোয়ো মেসেঞ্জার এবং হোয়াটস অ্যাপ ব্যবহারের জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। অন্যান্য ডাটা ভিত্তিক সার্ভিস অথবা প্রক্সি ব্রাউজার যেমন অপেরা ব্যবহারের জন্য ডাটা চার্জ প্রযোজ্য
  • ফ্রি ফেসবুক অফারটির মেয়াদ ৩০দিন। মেয়াদ শেষে অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • অপ্ট-ইন এর পর কাস্টমারগণ ফ্রি ফেসবুক (সর্বোচ্চ ৪জিবি) উপভোগ করতে পারবেন
  • থ্রিজি প্যাকেজ ব্যবহারকারী কোনো কাস্টমার অফারটি নিয়ে থাকলে প্রাপ্য ফ্রি ফেসবুক ভলিউম মূল থ্রিজি প্যাকেজ ভলিউমের সাথে যোগ হবে। তবে প্রাপ্ত ফ্রি ভলিউম দিয়ে কেবল ফেসবুক, মেসেঞ্জার ও কমোয়ো ব্যবহার করা যাবে
  • ইন্টারনেট ব্যবহারকারী নন এমন কোনো কাস্টমার অফারটি নিয়ে থাকলে মেয়াদ শেষে (৩০দিন) অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো কাস্টমার প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউম ব্যবহার করে ফেললে মেয়াদ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ০.০১ টাকা/১০ কেবি হারে চার্জ প্রযোজ্য
  • ফ্রি ফেসবুক অফারে প্রাপ্ত ভলিউম ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জারেও ব্যবহার করা যাবে
  • আনলিমিটেড ও স্মার্টপ্ল্যান ডাটা প্যাক ব্যবহারকারী কাস্টমারগণ ব্যবহৃত প্যাকটি ডিঅ্যাক্টিভ করার পরই কেবল সঠিক অপ্ট-ইন এর মাধ্যমে ফ্রি ফেসবুক অফারটি উপভোগ করতে পারবেন
  • সংশ্লিষ্ট অনলাইন স্টোর থেকে কাস্টমারদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে
  • অন্য কোনো থ্রিজি অথবা টুজি প্যাক কিনে থাকলে প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউমও নতুন প্যাকে রূপান্তরিত হবে। ফ্রি ফেসবুক উপভোগ করতে কাস্টমারদের পুনরায় অপ্ট-ইন করতে হবে
  • ফ্রি ফেসবুক-এর অবশিষ্ট ভলিউম জানতে ডায়াল করুন *৫৬৬*১# আর অন্যান্য ইন্টারনেট প্যাক-এর ভলিউম ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে
  • ফিরে আসা গ্রাহকগণ ২৯এমবি ফ্রি ইন্টারনেট পাবেন না (চলমান ২৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড এবং ২৯এমবি ফ্রি অফারটি প্রযোজ্য হবে না)
  • ফ্রি ইন্টারনেট-এর সর্বোচ্চ স্পীড হবে ১ এমবিপিএস। সর্বোচ্চ গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কখন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর। ইন্টারনেট স্পীড কেবল থ্রিজি কাভারেজভূক্ত এলাকার ক্ষেত্রে প্রযোজ্য
  • কাস্টমারের অ্যাকাউন্টে সর্বনিম্ন ১ পয়সা ব্যালেন্স থাকতে হবে এই অফারটি উপভোগ করার জন্য
  • এছাড়াও ৭৫এমবি স্টার্টার প্যাক ক্রয়ে ২জিবি ফ্রি থ্রিজি ইন্টারনেট পাওয়া যাবে। ২জিবি ইন্টারনেট-এর মেয়াদ ৩০ দিন
  • ৭৫এমবি স্টার্টার প্যাক অ্যাক্টিভেট করতে “75MB” লিখে এসএমএস করুন ৫০০০।
  • ৭৫এমবি ইন্টারনেট-এর মূল্য ৩০ টাকা (ভ্যাট প্রযোজ্য)
  • ৭৫এমবি স্টার্টার প্যাক অ্যাক্টিভেট-এর দিন হতে ৭২ ঘণ্টার মধ্যে ২জিবি থ্রিজি ইন্টারনেট পাওয়া যাবে
  • ৭৫এমবি এর সাথে ২জিবি যোগ হয়ে যাবে
  • ২জিবি থ্রিজি ইন্টারনেট দিন-রাত ২৪ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে
  • ২জিবি ফ্রি ইন্টারনেট প্রতি ৩০ দিনে ১ বার পাওয়া যাবে
  • মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো কাস্টমার ফ্রি ইন্টারনেট ভলিউম ব্যবহার করে ফেললে মেয়াদ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ০.০১ টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৭#
  • ৭৫এমবি প্যাক চালু করলে ফ্রি ফেসবুক বন্ধ হয়ে যাবে
  • ৭৫এমবি স্টার্টার প্যাকের মূল্য, নিয়মাবলি অপরিবতিত থাকবে
  • রিচার্জকৃত ২৯ টাকা ব্যালেন্স মেইন অ্যাকাউন্টে যুক্ত হবে এবং যেকোনো কাজে ব্যবহার করা যাবে
  • ২৯ টাকা রিচার্জ-এর সাথে সাথে যেকোনো লোকাল নম্বরে দিন-রাত ২৪ ঘণ্টা কল ১ পয়সা/সেকেন্ড রেট উপভোগ করতে পারবেন
  • স্পেশাল ট্যারিফে থাকাকালীন (অফার সময় এর মধ্যে) অন্যান্য রেট কাটার (নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ, ৭ পয়সা অফার), এফএনএফ, সুপার এফএনএফ ট্যারিফ ও স্পেশাল ট্যারিফ (১পয়সা/সেকেন্ড দিন-রাত ২৪ঘণ্টা) এ পরিবর্তিত হবে।
  • মাই জোন ডিসকাউন্ট স্পেশাল ট্যারিফ-এর উপর প্রযোজ্য নয়
  • স্পেশাল ট্যারিফ বোনাস আমউন্ট, ইমার্জেন্সি ব্যালেন্স, ক্রয়কৃত মিনিট এর উপর প্রযোজ্য নয়। বোনাস আমউন্ট, ইমার্জেন্সি ব্যালেন্স, ক্রয়কৃত মিনিট আগে ব্যবহৃত হবে।
  • নতুন সংযোগে ২৯ টাকা রিচার্জে অফার গ্রহণকারী গ্রাহকগণ উক্ত অফারে থাকাকালীন এই অফার পাবেন না
  • অফার চলাকালীন ২৯ টাকা রিচার্জে বার বার স্পেশাল ট্যারিফ অফারটি উপভোগ করা যাবে। মেয়াদ এর মধ্যে রিচার্জ করে মেয়াদ বাড়ানো যাবে। *৫৬৬*৩২# ডায়াল করে স্পেশাল ট্যারিফ এর মেয়াদ দেখা যাবে
  • স্পেশাল ট্যারিফ-এর মেয়াদ ৪ দিন (রিচার্জ-এর দিন সহ)। স্পেশাল ট্যারিফ-এর মেয়াদ শেষে গ্রাহকরা পুনরায় পূর্ববর্তী প্যাকেজ/অফারে ফিরে যাবেন
  • ট্যারিফ অফারটি আনসাব্স্ক্রাইব করতে “STOP 29” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে
  • মেয়াদে বিচ্ছিন্ন প্রিপেইড গ্রাহকগণ স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করে ফিরে এসে, ২৯ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য
  • গ্রামীণফোন ওয়েভ সাইট থেকে  সকল তথ্য নেয়া হয়েছে।

No comments

Theme images by fpm. Powered by Blogger.