এন্ড্রয়েড ফোনে বাংলা ফন্টে ইনিষ্টল করতে সমস্যা করছে, নিয়ে নিন সমাধান
আসালামু আলাইকুম । আশাকরি সবাই ভালো আছেন । আজ আপনাদের একটা বিষয় শেয়ার করব । আমরা কম বেশি সবাই এখন এন্ড্রয়েড ব্যবহার করছি । কিন্তু অনেক সেট আছে যে সেট গুলোতে বাংলা দেখতে কিবাং লিখতে সমস্যা করে । আজ আমি এ সমস্যার সমাধান দেব । অনেক কথা বলে ফেলাম কাজের কথায় আসি বলে রাখি যে এটার জন্য রুট অবশ্যম্ভাবী। এবার আমরা দেখে নেই কিভাবে কি করতে হবে।
* প্রথমে Bangla Font installer.apk নামক সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করুন।
* তারপর ইনিষ্টল করে ওপেন করুন।
* রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন।
* এবার সিলেক্ট করুন কোন ধরনের ফন্ট দিতে চান ।
* তার পর ইনিষ্টল করুন ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কাজ করেন তাহলে সেটা সেভ করে রাখবেন কারন ইনষ্টল দেওয়ার সাখে সাখে ফোন টা রিবুট হবে।
আপনার ফোনে দেওয়ার আগে রমের ব্যাকাপ নিন। যদি কোনো সমস্যা হয়
তাহলে যাতে ফিরে আসতে পারে সম্পূর্নটা নিজ দায়িত্বে করবেন।
আমার সাথে ফ্রেসবুকে যোগাযোগ করুন।
* প্রথমে Bangla Font installer.apk নামক সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করুন।
* তারপর ইনিষ্টল করে ওপেন করুন।
* রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন।
* এবার সিলেক্ট করুন কোন ধরনের ফন্ট দিতে চান ।
* তার পর ইনিষ্টল করুন ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কাজ করেন তাহলে সেটা সেভ করে রাখবেন কারন ইনষ্টল দেওয়ার সাখে সাখে ফোন টা রিবুট হবে।
আপনার ফোনে দেওয়ার আগে রমের ব্যাকাপ নিন। যদি কোনো সমস্যা হয়
তাহলে যাতে ফিরে আসতে পারে সম্পূর্নটা নিজ দায়িত্বে করবেন।
আমার সাথে ফ্রেসবুকে যোগাযোগ করুন।
No comments