জিপ ফাইলে পাসওয়ার্ড দিন খুব সহজেই।
এজন্য প্রথমে কম্পিউটারের যে ড্রাইভে ফাইলটি কমপ্রেসড আকারে রাখতে চান সেখানে গিয়ে উইন্ডোর File মেনুতে ক্লিক করতে হবে।
*এরপর ড্রপডাউন মেনু থেকে প্রথমে New তারপর Compressed (Zipper) Folder এ ক্লিক করতে হবে।
*এখন জিপ ফোল্ডারটি ব্যবহারকারীর ইচ্ছামতো নামে রিনেম করতে হবে।
*এরপর ফোল্ডারটিতে প্রয়োজনীয় যে ফাইলটি রাখতে হবে সেটি জিপ ফোল্ডারটির উপর ছেড়ে দিয়ে অন্য কপি করে এনে ফোল্ডারটিতে পেস্ট করতে হবে।
*এখন ফাইলটিযুক্ত জিপ ফোল্ডারটিতে পাসওয়ার্ড যোগ করতে ফোল্ডারটি ডাবল ক্লিক করে খুলতে হবে। এখন ফোল্ডারটির File মেনুতে ক্লিক করে Add a Password এ ক্লিক করতে হবে। নতুন একটি পপ-আপ বক্স আসবে। সেখানে Password ও Confirm Passord এর ধরে একই পাসওয়ার্ড দিয়ে ok করতে হবে।
এরপর ফাইলটিতে পাসওয়ার্ড যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এ ফাইলটি খোলার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।
এ পাসওয়ার্ড ছাড়া কেউ ফাইলটি খুলতে পারবে না বা কোন কনটেন্ট দেখতে পারবে না।
*এখন জিপ ফোল্ডারটি ব্যবহারকারীর ইচ্ছামতো নামে রিনেম করতে হবে।
*এরপর ফোল্ডারটিতে প্রয়োজনীয় যে ফাইলটি রাখতে হবে সেটি জিপ ফোল্ডারটির উপর ছেড়ে দিয়ে অন্য কপি করে এনে ফোল্ডারটিতে পেস্ট করতে হবে।
*এখন ফাইলটিযুক্ত জিপ ফোল্ডারটিতে পাসওয়ার্ড যোগ করতে ফোল্ডারটি ডাবল ক্লিক করে খুলতে হবে। এখন ফোল্ডারটির File মেনুতে ক্লিক করে Add a Password এ ক্লিক করতে হবে। নতুন একটি পপ-আপ বক্স আসবে। সেখানে Password ও Confirm Passord এর ধরে একই পাসওয়ার্ড দিয়ে ok করতে হবে।
এরপর ফাইলটিতে পাসওয়ার্ড যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এ ফাইলটি খোলার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে।
এ পাসওয়ার্ড ছাড়া কেউ ফাইলটি খুলতে পারবে না বা কোন কনটেন্ট দেখতে পারবে না।
আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।
No comments