উইন্ডোজ এক্সপি ইউজারদের পাসওয়ার্ড লক করা কম্পিউটার ।পাসওয়ার্ড না জেনে এ কিভাবে লগিন করবেন দেখুন।
আজকে আমি আপনাদের দেখাব কি করে উইন্ডোজ এক্সপি ইউজারদের পাসওয়ার্ড লক করা কম্পিউটার এ কিভাবে লগিন করবেন। অথবা যদি আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই প্রক্রিয়াটি ব্যাবহার করতে পারেন। আশাকরি এই পদ্ধতিটি আপনারা ভাল কাজে ব্যাবহার করবেন। আমার এই পোস্ট দ্ধারা কারও ক্ষতি হক এটা আমি চাই না । তাই যে যাই করেন বুঝে শুনে করবেন।
* আপনাকে যা করতে হবেঃ
এবার আপনি ব্যাবহার করতে থাকেন কোন ধরনের সমস্যাই পরলে নিচের কমেন্ট বক্স এ কমেন্ট করবেন। আমি আশাকরি যতটুকু
সম্ভব আপনাকে সাহায্য করব ।
* আপনাকে যা করতে হবেঃ
- কম্পিউটার এর পাওয়ার বাটন চেপে স্টার্ট করুন।
- কম্পিউটার এর লগিন স্ক্রীন দেখতে পারবেন।
- তারপর একসাথে আপনি Ctr+alt+delete বাটন এ চাপ দিবেন এখন একটি নতুন উইন্ডো দেখতে পারবেন।
- এখানে আপনি একটি ইউজারবক্স এবং পাসওয়ার্ড বক্স দেখতে পারবেন।
- ইউজার বক্স এ আপনি administrator লিখবেন আর পাসওয়ার্ড বক্সটা খালি রাখবেন।
- এবার এন্টার বাটন চাপুন।
- এখন আপনি সকল ইউজারদের দেখতে পারবেন এবং চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
এবার আপনি ব্যাবহার করতে থাকেন কোন ধরনের সমস্যাই পরলে নিচের কমেন্ট বক্স এ কমেন্ট করবেন। আমি আশাকরি যতটুকু
সম্ভব আপনাকে সাহায্য করব ।
No comments